দালালমুক্ত করতে রংপুর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে দুই নারীসহ ছয় দালালকে আটক করা হয়। পরে দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গঙ্গাচড়া উপজেলার খানাটারী গ্রামের শাকিল হোসেনকে তিন মাস, কোতোয়ালি থানার হাজিপাড়ার আতাউর রহমানকে এক মাস, পরশুরাম থানার খটখটিয়া এলাকার জেসমিন আক্তার (১) এবং পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের জেসমিন আক্তারকে (২) ১৫ দিন করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে এনটিভি অনলাইনকে জানান, দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দালালরা জিম্মি করে রেখেছে। এদের ফাঁদে পড়ে রোগী ও তাদের স্বজনরা সর্বস্বান্ত হচ্ছে। তাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্তকরণসহ দুর্নীতি দমনে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেওয়া রংপুর মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার উৎপল কুমার রায় বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র বেশ সক্রিয়। এদের ধরতে পুলিশের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দালাল চক্রের মূল হোতাদেরও আটকের চেষ্টা চলছে।