আ.লীগনেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউনিয়ন আওয়ামী লীগনেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গণমাধ্যমকর্মীরা। আজ সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে ভৈরব, কুলিয়ারচর ও বেলাবো উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মীসহ কয়েকশ এলাকাবাসী অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহম্মেদ, সাংবাদিক অ্যাডভোকেট শাহ আলম, দিদার হোসেন পিন্টু, কায়সার হামিদ, শাহিন সুলতানা, মৌসুমী আক্তার, সোহানুর রহমান, অশালীন আচরণের শিকার সাংবাদিক মো. সবুজ মিয়া প্রমুখ।
সাংবাদিকনেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিক সবুজের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সহায়তাও কামনা করেন।
গত ২৬ আগস্ট শনিবার আওয়ামী লীগনেতা আজিজ উল্লাহ ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে দৈনিক জাগো নিউজ প্রতিদিন ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মো. সবুজ মিয়াকে ডেকে নেন। এই সময় জানতে চান ২৪ আগস্ট অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর ছবি কেন ভালোভাবে কাভারেজ হয়নি? এই অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন তিনি। আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই সবুজের দিকে তেড়ে যান কয়েকবার। এ সময় উপস্থিত অন্য নেতারা তাঁকে ঝাপটে ধরে সবুজকে রক্ষা করেন। এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে চাইলে তিনি সবুজের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন।
এই পুরো ঘটনাটি সবুজের কাছে থাকা গোপন ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তী সময়ে সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় উঠে।