ঢাকা জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা
ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মামলার বাদী ১ নং মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলমাস হোসেন তুহিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে গত ২৮ আগস্ট মামলাটি করেন তিনি। বিচারক বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আরজি থেকে জানা গেছে, গত ২৯ জুলাই একটি বেসরকারি চ্যানেলের ক্রাইম ইনভেস্টিগেশনের ৪২তম পর্বে সমবায়ে নয়-ছয় শিরোনামে আসামি মো. শিহাব উদ্দিনের অপকর্মের বিষয়ে প্রচারিত হয়। ওই অনুষ্ঠানের প্রচারিত অংশে বাদী আলমাসের নাম আসামি উচ্চস্বরে বলেন, আলমাস হোসেন তুহিন পাঠাইছে? ওই লোকটা তো বাবা-টাবা খায়, কথা বলার সময় হাত পা কাঁপে, আপনারা তার পক্ষে এমন করে চলে আসছেন কেন?’
মামলায় আলমাসের দাবি, এমন বক্তব্য কোটি কোটি দর্শক দেখেছে, যা বাদীর সম্মানহানি ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সামাজিক ভাবে তিনি ও তার পরিরবারকে অপদস্ত করা, ব্যবসায়ী মহলে গ্রহণযোগ্যতা নষ্ট করে বাদীর বিশাল আর্থিক ক্ষতি সাধান ও সামাজিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্থ করা হয়েছে।
আরজিতে আরও বলা হয়েছে, আসামির এই ধরনের বক্তব্যের ফলে বাদীর ১০ কোটি টাকার মানহানি হয়েছে। এই ঘটনায় বাদী আদালতে দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১/৫০২/৫০৩ ধারায় মামলা দায়ের করেছেন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন।