পদ্মা রেলসেতু পাড়ি দিয়ে ঢাকায় আসছে স্পেশাল ট্রায়াল ট্রেন
স্বপ্নের পদ্মা রেলসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ। আগামী ১০ অক্টোবর এই পথে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন। এর আগে আগামীকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঢাকা থেকে ভাঙ্গায় স্টেশনে পৌঁছাবে স্পেশাল ট্রায়াল ট্রেনটি। এটি গতকাল পাকশি থেকে যাত্রা করে ফরিদপুর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে রওনা হয় স্পেশাল ট্রায়াল ট্রেনটি। স্বপ্নের পদ্মা রেলসেতু পাড়ি দেবে এটি। তবে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে সেতু পার হয়ে ভাঙ্গায় পৌঁছাবে স্পেশাল ট্রেনটি।
বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন এনটিভি অনলাইনকে জানান, আজ ১১টা ৪০ মিনিটে রাজবাড়ী থেকে ফরিদপুর এসে পৌঁছায় ট্রেনটি। এখানে এক মিনিট বিরতি শেষে ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
স্টেশন মাস্টার বলেন, ‘এর আগে গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। সেখান থেকে আজ সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন আবুল কাশেম, পরিচালনার দায়িত্বে আছেন মো. সালাউল্লাহ।’
স্টেশন মাস্টার আরও বলেন, ‘ট্রেনটিতে আটটি কোচ ও একটি ইঞ্জিন রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবেন।’