এবার সেতুর স্ল্যাবে রডের পরিবর্তে সুপারিগাছের চটা
পিরোজপুরের কাউখালীতে রডের পরিবর্তে সুপারিগাছের চটা দিয়ে স্লাব নির্মাণ করায় কয়েক মাস পরই ভেঙে পড়েছে একটি আয়রন সেতু। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কয়েকটি স্লাব ভেঙে পড়লে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কাউখালীর দুটি সেতুসহ বেশ কিছু পুরাতন কাজের জন্য এলজিইডি ২০২১-২২ অর্থবছরে কাউখালী উপজেলা ইঞ্জিনিয়ারের কার্যালয় একটি দরপত্র আহ্বান করে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয় সাত লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এর মধ্যে সদর ইউনিয়নের কাঁঠালিয়া খাল গোড়ায় নুরুল ইসলাম শরীফের বাড়ির সামনে একটি আয়রন সেতুর মেরামত কাজ করে পিরোজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হালিমা এন্টারপ্রাইজ। কিন্তু নির্মাণের কয়েক মাস পরই এর স্লাবগুলোর কিছু ভেঙে যায়। রড দিয়ে এগুলো নির্মাণ করার কথা থাকলেও রডের পরিবর্তে ঠিকাদার ঢালাইয়ের সময় সুপারিগাছের চটা ব্যবহার করেন। গতকাল সকালে এর কয়েকটি স্লাব ভেঙে পড়লে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এলাকার জনগণ এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনার পর কাউখালী উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। পরে তাঁদের এক সভায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হালিমা এন্টারপ্রাইজের বিরুদ্ধে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
এদিকে এটি একটি অব্যবস্থাপনা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। যারা এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
২০২১-২২ অর্থবছরে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে এ আয়রণ সেতুটি পুনর্নিমাণ করা হয়। তবে এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।