১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট
চাঁদপুর শহরের মেঘনা মোহনায় শরীয়তপুর থেকে আসা যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ১৫ লাখ ১০ হাজার মিটার নতুন কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে এসব কারেন্টজাল জব্দ করে।
আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
মো. তানজিমুল ইসলাম বলেন, আজ দুপুর ১টা থেকে ২ পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ১৫ লাখ ১০ হাজর মিটার নতুন কারেন্ট জাল পরিবহণরত অবস্থায় জব্দ করা হয়। তবে ট্রলারে কেউ কারেন্ট জালের মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম এবং কোস্ট গার্ডের টহল সদস্যরা। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।