পুড়িয়ে ফেলা হলো ৯০ রিং জাল
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ বিশেষ অভিযানে ডাকাতিয়া নদী থেকে ৯০টি রিং জাল জব্দ করেছে। গতকাল সোমবার (২ অক্টোবর) হাজীগঞ্জে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন। সন্ধ্যায় জব্দ সব জাল হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন জানান, ডাকাতিয়া নদীতে এই অভিযান চলে। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পেছন থেকে বড়কুল হয়ে প্রায় গন্ধর্ব্যপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় থেকে ৯০টি রিং জাল জব্দ করা হয়। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম তানজীর বলেন, ‘অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ।’