গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষ রাজপথে আছে : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনে রাজপথে আছে। ৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছিল। তখন কি সংবিধান লঙ্ঘিত হয়নি? মানুষের জন্য সংবিধান। সংবিধানের জন্য মানুষ নয়।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মঈন খান এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে আমরা সমবেত হয়েছি, কারণ এ সরকারকে বিদায় নিতে হবে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। যে দেশের জন্য শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন। লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন। এ গণতন্ত্রকে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে। এ সরকার গণতন্ত্র হরণ করে বাকশালি শাসন কায়েম করেছে। এরা শুধু গণতন্ত্র হত্যাই করেনি, মানুষের সব মৌলিক অধিকার হরণ করেছে।’
দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনে রাজপথে আছে- উল্লেখ করে আব্দুল মঈন খান বলেন, ‘৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগও অংশ নিয়েছিল। তখন কি সংবিধান লঙ্ঘিত হয়নি? মানুষের জন্য সংবিধান। সংবিধানের জন্য মানুষ নয়। আজকে মানবাধিকারের কথা বললে অপরাধ হয়ে যায়। এর জবাব একদিন এ সরকারকে দিতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপিনেতা আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।