বাংলার মানুষ খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায় : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বাংলার মানুষ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চায়, বাংলার মানুষ বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়। আপনারা (সরকার) তাকে বন্দি করে রেখে দিয়েছেন৷’
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে এনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমলা-কামলা বিভিন্ন কুঞ্জ মিটিং করে চলছে, খুন-খারাবি করে হলেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। আমার একটা দাবি হলো, আপনারা যারা গোপনে গোপনে সভা করছেন তারা প্রকাশ্যে সভা করেন, আমরাও সভা করছি। আপনারাও করেন। জনগণ দেখুক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আপনি বলেছেন, জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে করুক, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমাদের আপত্তি আছে। এই সম্পত্তি শুধু জয়ের নয়, এদেশের জনগণের।’