৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে বিএনপির মতবিনিময় সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন একটি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রায়পুরা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বয়কট ঘোষণা করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করা এবং দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় থাকায় স্থানীয় নেতৃত্ব তাকে বয়কট করার এই ঘোষণা দেয়।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুলের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং দুর্দিনে মাঠে সক্রিয় না থাকার কারণেই তাকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতবিনিময় সভার গুরুত্বপূর্ণ দিক ছিল—রায়পুরা উপজেলা বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী নেতার একই মঞ্চে উপস্থিতি। এটি স্থানীয় বিএনপিতে অন্য নেতাদের মধ্যে ঐক্যের ইঙ্গিত বহন করছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির কার্যালয় সম্পাদক আব্দুর রহমান খোকন।