চুরি-ছিনতাই কমাতে টাস্কফোর্স গঠন করা হবে : ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীতে চুরি-ছিনতাই কমিয়ে আনা বা জিরো পর্যায়ে কীভাবে আনা যায় সে প্রচেষ্টা রয়েছে। প্রয়োজনে টাস্কফোর্স গঠন করে বিচার করা হবে।
আজ সোমবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত ডিএমপি কমিশনার এ কথা বলেন।
রাজধানীর বিভিন্ন স্থানে চুরি ছিনতাই হচ্ছে। যে দিন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সেদিনও রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হয়েছে। এছাড়া রাজধানীতে চুরি-ছিনতাই বেড়েই চলছে। এমন এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, পুলিশের কাছে যথেষ্ট তথ্য রয়েছে। মোহাম্মদপুর থানা এলাকায় ঘটনাটি ঘটার পরপরই জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই কমিয়ে আনা বা জিরো পর্যায়ে আনা যায় সে প্রচেষ্টা রয়েছে। প্রয়োজনে টাস্কফোর্স গঠন করে বিচার করা হবে।
হাবিবুর রহমান আরও বলেন, রাজধানীতে কোনো সংগঠন অনুমতি ছাড়া মিছিল-মিটিং করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির অধ্যাদেশের যে নিয়ম-কানুন রয়েছে সেগুলো যদি কেউ ভঙ্গ করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ডিএমপি কমিশনার বলেন, আমি যতটুকু জানি আজও ঢাকায় বিরোধী দলের একটি অনুষ্ঠান আছে। তারা অনুমতি নিয়েই কর্মসূচি পালন করছে। কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপির অধ্যাদেশের যে নিয়ম-কানুন রয়েছে সেগুলো যদি ভঙ্গ করতে চায় বা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।