ট্রাফিক আইন লঙ্ঘন : রাজধানীতে দুদিনে আড়াই হাজার মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুদিনে আড়াই হাজারের বেশি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান জানান, গত দুই দিনে (২৩ ও ২৪ অক্টোবর) দুই হাজার ৫০৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এর মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৭২১টি মামলা, ৩৩৩টি গাড়ি ডাম্পিং ও ৯০টি গাড়ি রেকার করা হয়েছে।
এ ছাড়া শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৮৮টি মামলা, ২০১টি গাড়ি ডাম্পিং ও ৩১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক