ঢাবিতে ইসলামী শাসনতন্ত্রের বিক্ষোভ মিছিল
ভোটাধিকার প্রতিষ্ঠা, গণরুম-গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন বন্ধ ও প্রথম বর্ষে শিক্ষার্থীদের বৈধ আসন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের (ইশা) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ সোমবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে, জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান প্রধান বলেন, ‘শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসে। কিন্তু, আবাসিক দুরবস্থা, সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতৃত্বে ম্যানার শেখানোর নামে গণরুম- গেস্টরুমে নির্যাতন ও প্রথম বর্ষে হলে সিট না পাওয়ায় শিক্ষার্থীদের এই স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়। তথাকথিত ম্যানারের নামে সরকার দলীয় সেবাদাসে পরিণত করে শিক্ষার্থীদের অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেওয়া হয়। এর জন্য ক্ষমতাসীন দল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনই দায়ী।’
ইশার এই নেতা আরও বলেন, ’বিগত ১৫ বছর যাবত এ দেশের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যা আমাদের জন্য লজ্জার। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামী দিনে জাতীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় সচেতন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।’
ইশার ঢাবি শাখা সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, ‘তরুণ প্রজন্ম নিজেদের অধিকার নিশ্চিত করতে নিজেদের কল্যাণে সরকার নির্বাচন করবে।’ তিনি আগামীর দেশ বিনির্মানের এই প্রজন্মকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইশা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও সঞ্চালনা করেন খাইরুল আহসান মারজান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইশার ঢাবি শাখার সহসভাপতি মুহিব্বুল্লাহ বিন আতিক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ।