হাসনাত-সারজিসকে ‘হত্যাচেষ্টার’ প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, ইসকন ও ভারতের যৌথ তত্ত্বাবধানে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে আটক করে তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন ভিডিওতে।