আম্পায়ার চিনুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে নিয়ে মানহানিকর মন্তব্যের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা প্রত্যাহার করেন রকিবুল হাসান।
এদিন, আদালতে হাজির হন বাদী রকিবুল হাসান ও আসামি শওকাতুর রহমান চিনু। এরপর রকিবুলের আইনজীবী আল মামুন রাসেল মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বাদীর আইনজীবী এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, বিসিবির বর্তমান চিফ ম্যাচ রেফারি রকিবুলের মামলার পরই বিসিবির মধ্যস্থতায় বিষয়টি আপোস করতে চান। পরে, আলোচনায় বসেন রকিবুল ও চিনু। আলোচনাও ফলপ্রসূ হয়। নিজের মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চিনু। ক্ষমা চাওয়ায় মামলা প্রত্যাহার করে নিলেন বাদী।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, রকিবুল হাসানকে নিয়ে ‘মানবতা আজ কোথায়’ নামের পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের হেডলাইন হলো, ‘চোর যখন নীতি বাক্য শুনায়’। ভিডিওটি সুব্রত চৌধুরী নামে এক ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়।
সেই পোস্টে কমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনু।
এই কমেন্টটি করা হয় গত ১৫ আগস্ট। এমন মিথ্যা ও অসৌজন্যমূলক মন্তব্যে তার (রকিবুলের) ব্যক্তি ও পেশাগত জীবনে অর্জিত সুনামের ক্ষতি করা হয়েছে। যাহা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারার অপরাধ।
এর আগে, গত ২০ আগস্ট চিনুকে তার মন্তব্যটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার এবং জনসমক্ষে রকিবুলের কাছে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন রকিবুল হাসান। নোটিশের অনুলিপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও ও আম্পায়ারস কমিটির চেয়ারম্যানকেও পাঠানো হয়।