এক্সপ্রেসওয়েতে এক মাসে টোল এলো সাত কোটি টাকা
আংশিক চালু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক মাসে সাত কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা টোল আদায় হয়েছে। গতকাল সোমবার (২ অক্টোবর) পর্যন্ত ৯ লাখ ৬২৭টি যানবাহন থেকে এই টোল আদায়ের কথা জানিয়েছে সরকারের সেতু বিভাগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশ উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচল শুরু হয়।
এরপর সোমবার পর্যন্ত এই পথে ৯ লাখ ৬২৭টি বাহন চলেছে। এর মধ্যে ক্যাটাগরি-১-এর প্রাইভেটকার, ট্যাক্সি, জিপ, ১৬ সিটের কম মাইক্রোবাস ও তিন টনের কম ধারণ ক্ষমতার ছোট ট্রাক চলেছে আট লাখ ৯২ হাজার ২৫০টি।
ক্যাটাগরি-২-এর-১ হাজার ৪৬৮টি মাঝারি ট্রাক, ৪৯টি ভারী ট্রাক ও ছয় হাজার ৮৬০টি বাস চলাচল করেছে।
সেতু বিভাগের হিসাবে, প্রতিদিন গড়ে ৩০ হাজার ২১টি বাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। এতে গড়ে টোল আদায় হয়েছে ২৪ লাখ ৩২ হাজার টাকা।
যানজট কমিয়ে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে সরকার। এর মধ্যে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশের ১১ কিলোমিটার পথ।