আ.লীগের কর্মসূচি পুনর্নির্ধারণের অনুরোধ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের
রাজধানীর শাপলা চত্বরে আগামী ২৩ অক্টোবর মহাসমাবেশ করার কথা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। সেদিনেই শারদীয় দুর্গোৎসবের শুভ নবমী। উৎসবের এ দিনে মহাসমাবেশ না করার জন্য আওয়ামী লীগের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পাশাপাশি মহাসমাবেশের তারিখ পুনর্নির্ধারণের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার (৪ অক্টোবর) পরিষদের সাংগঠনিক কমিটির সভা থেকে এই আহ্বান ও অনুরোধ জানানো হয়।
ঐক্য পরিষদ আশা করে, পূজার্থীদের স্বাভাবিক চলাচল ও শৃঙ্খলা রক্ষার অভিপ্রায়ে সরকারি দল শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে এ অনুরোধ রক্ষা করবে।
মিলন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, জয়ন্ত সেন দীপু, রঞ্জন কর্মকার, হীরেন্দ্রনাথ সমাজদার হীরু, জয়ন্তী রায়, অ্যাডভোকেট বিভাষ বিশ্বাস, চিত্তরঞ্জন দাস, ড. প্রশান্ত কুমার রায়, মনীন্দ্রকুমার নাথ, অ্যাডভোকেট শ্যামল রায়, অ্যাডভোকেট কিশোররঞ্জন মণ্ডল, রবীন্দ্রনাথ বসু, উত্তম চক্রবর্তী, অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ প্রমুখ।