গায়েবি মামলার প্রতিবাদে আইনজীবীদের অবস্থান কর্মসূচি
পুলিশের গায়েবি মামলার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয় সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা ইউনিট। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
আইনজীবীরা জেলা জজ আদালত চত্বর প্রদক্ষিণ করে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসসির জেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ জাকির প্রমুখ।
অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। গত ১৫ বছরে মিথ্যা ও গায়েবি মামলায় মৃত, অসুস্থ ও বিদেশে থাকা ব্যক্তিদেরও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। কোনো ঘটনা ছাড়াই বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। সরকার আবারও একটি কলুষিত নির্বাচন করতে চায়। এ দেশের মানুষ কলুষিত নির্বাচন, অবৈধ ও আগের দিনে রাতের ভোটের নির্বাচন হতে দেবে না।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু জেলা পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, ‘এসপি সাহেব আজকে আপনি এসপি হয়েছেন আওয়ামী লীগের টাকা-পয়সা দিয়ে নয়। আপনি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এসপি হয়েছেন। আপনি ওই আসনে বসে যদি মিথ্যার আশ্রয় নেন আল্লাহর গজব আপনার উপরে পড়বে। আপনি যেই বিবেক দিয়ে, যেই হাত দিয়ে আপনার অফিসারদের দিয়ে গায়েবি মামলা লেখাবেন এবং গায়েবি মামলা করার নির্দেশ দিবেন আপনার বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম। আজকের পর থেকে নিরপেক্ষ ভূমিকা পালনে আহ্বান রইল।’