কিশোরগঞ্জ-ভৈরব রুটে চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
বৃষ্টিতে রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ভৈরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ লাইনে চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (৭ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১১টা থেকে দপুর পৌনে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এর আগে গতকাল শুক্রবার টানা বৃষ্টির কারণে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ও কানিকাটা এলাকায় রেল লাইনের এক কিলোমিটার অংশ পানিতে তলিয়ে যায়। সকাল থেকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
স্টেশন মাস্টার মিজানুর রহমান আরও জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলার মানিকখালি ও হালিমপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় অতিবর্ষণ হয়। এতে লাইনের নীচের মাটি সরে গিয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ ঘটনায় ভৈরব থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়ে। অপরদিকে, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা পড়ে। লাইন মেরামতের কাজ শেষে হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।