বগুড়ায় বাঁশঝাড়ে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান
বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার (১৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কাহালু উপজেলার মুড়ইল ইউনিয়নের বড় মহল শিমুলিয়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকট শব্দে গ্রামের ওপর বিমানটি দুইটি চক্কর দেয়। এ সময় বিকট শব্দ হলে স্থানীয়রা সেখানে গিয়ে বাঁশ ঝাড়ে বিমানটি পরে থাকতে দেখেন। এ সময় পাইলটরা নিরাপদ বেরিয়ে আসতে দেখেন তারা।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে এ ঘটনায় দুই পাইলট সুস্থ আছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।