যুবলীগের সমাবেশ শুরু
যুবলীগ আয়োজিত যুব সমাবেশ শুরু হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে এ সমাবেশ শুরু হয়। এর আগে খণ্ডখণ্ড মিছিলে সমাবেশস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা।
দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে সামাবেশের আয়োজন করেছে যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন প্রমুখ।