আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই : হানিফ
আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। পাশাপাশি এখনও বিএনপি বিদেশিদের ওপরে ভরসা করে আছে বলেও জানান তিনি। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই, সেটা তারা নিজেরাও জানে। সে জন্যই এখনও তারা বিদেশিদের ওপরে তাকিয়ে আছে। তাদের ওপরেই ভরসা করে আছে। কয়েকদিন আগে বিএনপির এক শীর্ষ নেতা মির্জা ফকরুলের উপস্থিতিতেই বলেছেন. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নাকি এখন তাদের ভগবান হিসেবে অবতার হয়েছে।’
হানিফ বলেন, ‘বিএনপি একটা মিথ্যাবাদী ও প্রতারকের দল। এর আগে, তারা মুখে ইসলাম নীতি দেখিয়ে কথা বলেছে। অথচ, আজকে ফিলিস্তিনিদের জন্য তারা একটা বিবৃতি দিতে পারে নাই। প্রতিবাদও করতে পারে নাই। এর কারণ, ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি দিলে তাদের বিদেশি প্রভু আমেরিকা অখুশি হতে পারে।’
সেমিনারে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।