চাঁদপুরে হামুনের প্রভাবে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চাঁদপুরে নদীবন্দর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. সাহাদাত হোসাইন।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। ভারি বৃষ্টিপাত না হলেও ঘোমট আবহাওয়া বিরাজ করছে। পদ্মা-মেঘনা নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. সাহাদাত হোসাইন বলেন, ‘চাঁদপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখনও পড়েনি। তবে নদীপথ উত্তাল থাকায় দুপুর ৩টা থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে বেলা ১১টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ রুটের ছোট নৌযান বন্ধ করে দেওয়া হয়। আমাদের নদী বন্দরে এখন পর্যন্ত ২ নম্বর সতর্কতা সংকেত রয়েছে।’