দৈনিক বাংলায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে নিহত হন একজন পুলিশ সদস্য। ওই পুলিশ সদস্যের পরিচয় মিলেছে। তার নাম আমিনুল পারভেজ। তিনি পুলিশের কনস্টেবল ছিলেন। পারভেজের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটরী গ্রামে।
ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশ সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে সংঘর্ষে আমাদের বাহিনীর একজন নিহত হয়েছে। তার নাম পারভেজ।’
এক খুদে বার্তায় ডিএমপি থেকে আরও জানানো হয়েছে, পারভেজ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মরত ছিলেন। তার বাবার নাম সেকান্দার।
এর আগে দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষে এক পুলিশ সদস্যের নিহতের তথ্য পাওয়া যায়। বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘বিকেলে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনে অন্য সদস্যরা। দৈনিক বাংলা মোড় থেকে তাকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তার নেমপ্লেট পাওয়া যায়নি। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’