লুটের ৫৩৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড উদ্ধার : পুলিশ
সম্প্রতি লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে উদ্ধারের পরিসংখ্যান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ১৫ আগস্ট পর্যন্ত উদ্ধার করা হয়েছে পাঁচ শতাধিক অস্ত্র। এ ছাড়া ১০ হাজার রাউন্ড গুলি ছাড়াও উদ্ধার হয়েছে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বিভিন্ন ধরনের ৫৩৪টি অস্ত্র, ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, টিয়ার সেল ৩৫৯টি এবং সাউন্ড গ্রেনেড ১৪২টি উদ্ধার করা হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।