যুক্তরাষ্ট্রের মারিল্যান্ডের নির্বাচনি অফিসে বোমা হামলার হুমকি, চলছে তদন্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মারিল্যান্ডে ভোট গণনার সময় নির্বাচনি অফিসে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এটি নিয়ে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো মারিল্যান্ডের নির্বাচনি কর্মীরা হুমকির মুখে পড়লেন। গতকাল শুক্রবার ইমেইলে এই হুমকি পাওয়ার পর কয়েকটি নির্বাচনি অফিস খালি করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। একইসঙ্গে তারা জানায়, এ বিষয়ে তদন্ত চলছে।
হুমকিটি এমন সময় আসে যখন নির্বাচনি কর্মীরা ডাকযোগে আসা ভোটগুলি গণনা করছিলেন। মারিল্যান্ডের নির্বাচনের স্টেট অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড ডেমারিনিস এক্সে (পূর্বে টুইটার) একটি পোস্টে এই হুমকির কঠোর নিন্দা জানিয়ে বলেন, নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির কোনো স্থান নেই। এই পাগলামি বন্ধ হওয়া উচিত। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফেডারেল অংশীদারদের সঙ্গে এই সাম্প্রতিক ঘটনা নিয়ে কাজ করছি। আমাদের মিশন থেকে আমাদের কেউ সরাতে পারবে না।”
ডেমারিনিস নিশ্চিত করেন যে, হুমকি পাওয়া অফিসগুলো খালি করা হয়েছে এবং সবাই নিরাপদে আছেন। তিনি বলেন, নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার, তবে, আমরা আগামীকাল আবার গণনা শুরু করব। ভীতিপ্রদর্শন করে আমাদের আটকানো যাবে না। গণতন্ত্র শক্তিশালী, আমাদের কর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা আমাদের মিশন সম্পন্ন করব। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ভোট গণনা করা হবে।
বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ এক্সের পোস্টে আজ জানায়, ‘বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ সচেতন এবং বর্তমানে বাল্টিমোর কাউন্টি বোর্ড অব ইলেকশন অফিসের ইমেলের মাধ্যমে প্রাপ্ত বোমার হুমকির বিষয়ে তদন্ত করছে। এই ঘটনার বিষয়ে আরও তথ্য পেলে তা দেওয়া হবে।

এনটিভি অনলাইন ডেস্ক