সাভারে সাবেক এমপিসহ বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ শীর্ষ ১৮ নেতার নাম উল্লেখ করে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগের অপরাধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। গতকাল রোববার (২৯ অক্টোবর) রাতে ক্ষতিগ্রস্ত বাসের মালিক আলাউদ্দিন ও সাভার মডেল থানার এস আই শিকদার হারুন অর রশিদ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা মামলার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ককটেল ও বোমা বিস্ফোরণ, গাড়ি ভাংচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
গত ২৮ অক্টোবর রাতে সাভারের হেমায়েতপুরে মৌমিতা পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।
মামলায় অন্য আসামিরা হলেন—ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ্ মইনুল হাসান খান বিল্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাজমুল হাসান অভি।
মামলার বিষয়ে জানতে চাইলে সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি বলেন, ‘আমাদের নামে একের পর এক গায়েবি মামলা হচ্ছে। আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশেই এসব মামলা দিয়ে নেতাদের হয়রানি করা হচ্ছে।’