যুবদলনেতা জাহাঙ্গীরসহ ১১ জনের তিন বছরের কারাদণ্ড
রাজধানীর বাড্ডা থানা যুবদল সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই মামলায় ২৬ জনকে খালাস দিয়েছেন আদালত।
বাড্ডা থানায় হওয়া নাশকতার মামলায় আজ সোমবার (৩০ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারি আতিকুল ইসলাম গণমাধ্যমে জানান, সাজাপ্রাপ্ত ১১ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জাহাঙ্গীর বাদে বাকি দণ্ডপ্রাপ্তরা হলেন- মান্নান মোল্লা, কামরুজ্জামান স্বপন, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, শাকিল আহমেদ, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়া ৭টায় মধ্য বাড্ডা প্রগতি সরণির আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি বাসে আগুন দেন। এ ঘটনায় ওইদিনই বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রহমত আলী মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবায়দুল ইসলাম ২০১৪ সালের ২০ এপ্রিল ৩৭ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।