পুলিশ প্রহরায় বিভিন্ন জেলায় চাল সরবারহ
অবরোধে কুষ্টিয়ার খাজানগর থেকে চাল সরবরাহ বিঘ্নিত হয়। তাই প্রশাসনের সহায়তায় পুলিশ প্রহরায় চাল সরবরাহ করা হয়েছে দেশের বিভিন্ন বাজারে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে প্রায় ১০০ ট্রাক চাল সড়ক পথে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
এ সময় জেলা চালকল মালিক সংগঠনের নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অটো রাইচ মিল ওনার্স অ্যাসোসিয়েশন, কুষ্টিয়ার সভাপতি ওমর ফারুক বলেন, ‘দেশের বৃহত্তম চাউলের মোকাম খাজানগর থেকে ঢাকা-চিটাগংসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন শতাধিক ট্রাক চাল সরবরাহ করা হয়। হঠাৎ করে বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধে মোকামে উৎপাদিত বিপুল চাল নিয়ে বিপাকে পড়েন চালকল মালিকরা। অবরোধের কারণে দেশব্যাপী চালের সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই চালের বাজারে অস্থিরতার দেখা দেয়। এমতাবস্তায় স্থানীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। এরই পরিপেক্ষিতে আজ বিকেলে প্রশাসনের সহায়তায় খাজানগর মোকাম থেকে পুলিশ প্রহরায় ঢাকা-চিটাগংসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক পথে ১০০ ট্রাক চাল সরবরাহ করা হয়।’
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি দে বলেন, ‘বাংলাদেশের বৃহত্তম চালের মোকাম খাজানগর থেকে ঢাকা-চিটাগংসহ দেশের বিভিন্ন জেলায় শত শত ট্রাক চাল সরবারহ হয়ে থাকে। বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের ফলে এখান থেকে দেশব্যাপী চাল সরবারহ বন্ধ হয়ে যায়। এখানকার মিল-মালিকরা আমাদের বিষয়টি জানালে আমরা পুলিশ প্রহরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় শতাধিক ট্রাক চালের বহর ঢাকা-চিটাগংসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।’