নওগাঁয় ককটেল বিস্ফোরণে জেলা পরিষদ সদস্যসহ আহত চার, আটক এক
নওগাঁর দুই উপজেলায় দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে জেলা পরিষদ সদস্যসহ চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলার রেলগেট সংলগ্ন বিষ্ণুপুর ছোট ব্রিজে ও সন্ধ্যায় জেলার আত্রাইয়ে আওয়ামী লীগের শান্তি মিছিলে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব, জয়নাল সরদার এবং জুয়েল হোসেন।
রাণীনগর উপজেলার মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আহত জয়নাল সরদার জানান, দিনটিতে তারা দলীয় কাজ শেষে তিনটি মোটরসাইকেল করে বড়গাছা থেকে রাণীনগরের দিকে ফিরছিলেন। তারা উপজেলার রেলগেট সংলগ্ন বিষ্ণুপুরের ছোট ব্রিজে পেঁছালে তাদেরকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয় এবং রাস্তার পাশে থাকা খড়ে আগুন ধরে যায়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান জয়নাল ও জুয়েল। গুরুতর আহত হয় তারা। তবে, পেছনে থাকা অন্য মোটরসাইকেল আরোহীদের তেমন কোনো ক্ষতি হয়নি। পরে আহত জয়নাল ও জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় রাতেই জয়নাল সরদার বাদী হয়ে অজ্ঞাতদের নামে থানায় একটি মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুঘর্টনা কবলিত মোটরসাইকেল ও অন্যান্য উপকরণ জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জড়িতদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে, একইদিন বিকেলের দিকে আত্রাই আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। সাহেবগঞ্জ থেকে শুরু হয়ে আহসানগঞ্জ রেল স্টেশন চত্বর প্রদিক্ষণ করে কার্যালয়ে ফিরছিল মিছিলটি। এ সময় মিছিলকে লক্ষ করে তিনটি ককটেল ছোঁড়া হয়।
এতে আহত হন জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও মহসিন মৃধা বিপ্লব। ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আত্রাই থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে উপজেলার ভবানীপুর গ্রাম হতে এস এম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু নামে একজনকে আটক করে পুলিশ।
মামলার বাদী আক্কাছ আলী প্রামানিক বলেন, ‘শান্তি মিছিল নিয়ে আহসানগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে গেলে মিছিলকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আমাদের দুজন নেতা আহত হন।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলমান আছে।’