সিলেটে এটিএম বুথ থেকে টাকা লুট, গ্রেপ্তার ৩
সিলেটে ডাচ-বাংলা ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এক ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য জানান। তাঁদের কাছ থেকে ১৮ লাখ ছয় হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বুথে টাকা লোডকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স লিমিটেডের কর্মী আলবাব হোসেন লিমন, আমিনুল হক ও নুরুল ইসলাম মুন্না। তাঁদের ঢাকা, ভৈরব ও সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা লুট হয়। এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়। ব্যাংকটির সিলেট অঞ্চলের এটিএম বুথ ইনচার্জ সন্দীপন দাস এ মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে ১৮ লাখ ছয় হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকার মধ্যে ছয় লাখ ৭৮ হাজার টাকা আসামিরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছেন এবং এক লাখ ৪৮ হাজার টাকা তারা খরচ করে ফেলেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায় ২৮ অক্টোবর রাত ১১টা ৫৬ মিনিটে ওই বুথে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, চোখে কালো চশমা ও হাতে গ্লাভস পরা দুই ব্যক্তি ওই এটিএম বুথে প্রবেশ করেন। এরপর বুথের লকার খুলে ভল্ট নামিয়ে সেখান থেকে টাকা নিয়ে নিজেদের ব্যাগে ভরে চলে যান।