ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শরিফুল আলম শেখ (৪৪) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে শুক্রবার (১০ নভেম্বর) রাতে ভুক্তভোগী গৃহবধূ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তদন্তে ঘটনার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত শরিফুল আলম শেখ উপজেলা চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য।
লিখিত অভিযোগে ওই নারী জানান, ইউপি সদস্য শরিফুল দীর্ঘ দিন ধরে তাকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ইউপি সদস্য তার ক্ষতি করার চেষ্টা করে। বিষয়টি তার স্বামীকে জানান ওই গৃহবধূ। এর জেরে তার স্বামী শরিফুলের পরিবারকে বিষয়টি জানান। ইউপি সদস্যের অভিভাবকরা শরিফুলকে শাসন করার বিষয়ে ওই স্বামীকে আশ্বস্ত করেন।
গত ১১ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূর স্বামী ছেলেকে মাদরাসায় রাখার জন্য বাড়ি থেকে বের হন। গৃহবধূ ঘরের দরজা খুলে তার স্বামীর অপেক্ষায় থাকেন। এই সুযোগে শরিফুল ঘরে ঢুকে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শরিফুল পালিয়ে যায়।
এ বিষয়ে চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান বলেন, অর্থের বিনিময়ে ওই গৃহবধূকে দিয়ে অভিযোগ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।