রাজধানীতে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/14/mirpur-poshaakshrmikder-aandoln.jpg)
রাজধানীর মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকায় সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তাঁরা মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকার সড়কে অবস্থান নেয়। এতে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গার্মেন্টস শ্রমিকেরা তাদের মজুরি বাড়ানোর দাবিতে গত ২৩ অক্টোবর থেকে আন্দোলন শুরু করে। গত মঙ্গলবার সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। কিছু শ্রমিকেরা তা মানলেও নতুন বেতনকাঠামো প্রত্যাখ্যান করে একটি অংশ আন্দোলন অব্যাহত রেখেছে। তাঁরা ন্যূনতম মজুরি ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। যদিও মালিকপক্ষের দেওয়া ১২ হাজার ৫০০ টাকার প্রস্তাবই চূড়ান্ত করেছে শ্রম মন্ত্রণালয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত গাজীপুর, আশুলিয়া ও মিরপুরের শতাধিক কারখানা বন্ধ ছিল। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার কারখানাগুলো ধাপে ধাপে খুলতে পারে।
অপরদিকে, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল সোমবার জানায়, গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার তিনটি কারখানা ছাড়া বাকিগুলো গতকাল উৎপাদন শুরু করেছে। অন্যদিকে আশুলিয়া ও মিরপুরের প্রায় ৯৯টি কারখানা বন্ধ রয়েছে। ধাপে ধাপে কারখানাগুলো খুলে দেওয়া হবে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নিয়েছিল। পরে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যে যার মতো করে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।