তফসিল প্রত্যাখ্যান করে সারা দেশে বিএনপির মিছিল
নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই স্বৈরাচার সরকারের প্রধান দলদাস।
এদিকে তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে সারা দেশে মিছিল করেছে বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশ থেকে এনটিভি প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে এবং অবরোধ সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ সন্ধ্যায় তফসিল ঘোষণার পর পরই নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, চান্দগাঁও, হালিশহর, বহদ্দারহাট, পাহাড়তলী, চট্টেশ্বরীসহ বিভিন্ন স্তানে তাৎক্ষণিক মশাল মিছিল বের করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ ছাড়া আগ্রাবাদ এলাকায় মশাল মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এখন জনগণের প্রতিপক্ষের ভূমিকা গ্রহণ করেছে বলেও দাবি করেন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে খুলনায় মিছিল করেছে মহানগর বিএনপি। আজ রাত সাড়ে ৮টায় নগরীর সাউথ সেন্টাল সড়কের পাইওনিয়ার মহিলা কলেজ এলাকা থেকে মিছিলটি বের হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবুর নেতৃত্বে মিছিলে যুগ্ম আহ্বায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আলী আক্কাস, মঞ্জুরুল আলম, বজলুর রহমান রাজা, সৈয়দ ইমরান, মামুন খান, সোহেল মোল্লা, শাকিল আহমেদ, জাহিদ হোসেন, ফিরোজ খান, সৈয়দ তানভীর আহমেদ, আনোয়ার হোসেন উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।
আইয়ুব আলী, ময়মনসিংহ
ময়মনসিংহে তফসিলবিরোধী মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। আজ রাত ৮টার দিকে এই মিছিল বের করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এস মাহবুবুর রহমানের নেতৃত্বে মিছিলটি শহরের র্যালির মোড় থেকে শুরু হয়ে স্টেশন মোড়ে গিয়ে শেষ হয়।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
তফসিল ঘোষণার প্রতিবাদে মুন্সীগঞ্জে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। আজ রাত ৮টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ী এলাকায় ওই মিছিলটি বের করে তারা। এতে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি দুর্গাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে মীরেশ্বরাই মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ
তফসিল ঘোষণার পর হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সেখানে শুরু হয় সংঘর্ষ। এতে পুলিশসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
পরে শহরের তিন কোনা পুকুরপাড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।
শহরের পোদ্দারবাড়ী এলাকায় অবস্থিত জেলা নির্বাচন অফিসে ছয়টি ককটেল বিস্ফোরণ হয়।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, চোরা গোপ্তা হামলা করেছে বিএনপি।
ভজন দাস, নেত্রকোনা
তফসিল ঘোষণাকে অবৈধ উল্লেখ করে নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি মশাল মিছিল করেছে। আজ রাত পৌনে ৮টার দিকে এই মশাল মিছিল বের হয়।
কেন্দুয়া উপজেলার কেন্দুয়া–চিরাং সড়কের বাট্রা কাচারি মোড় এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিলটি বের করে। মিছিলে দলটির নেতাকর্মীরা তফসিল প্রত্যাখ্যানসহ নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
নাসির আহমেদ, গাজীপুর
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে টঙ্গীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ সন্ধ্যায় টঙ্গীতে সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে মশার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।