সাগরে নিম্নচাপ, মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়া অব্যাহত রয়েছে। ফলে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে আজ ভোর থেকে উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ভোরে মোংলা উপকূলে ঝরেছে বৃষ্টি। এদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপকূলের আকাশে সূর্যের দেখা মিলেনি।
অপরদিকে, চলতি মাসের শুরুতেই সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। বিভিন্ন চরে এ মৌসুমের প্রথম দফায় আহরিত মাছও শুকিয়েছেন জেলেরা। নিম্নচাপের ফলে সেসব শুকনো, আধা শুকনো ও কাঁচা মাছের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাগরপারের দুবলার চরের জেলে-মহাজনরা।