সীমান্ত নিরাপত্তায় সজাগ থাকার নির্দেশ বিজিবি মহাপরিচালকের
কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ সময় তিনি বিজিবি সদস্যদের সীমান্ত নিরাপত্তায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে তিনি কক্সবাজারে আসেন।
বিজিবি মহাপরিচালক আজ সকালে টেকনাফের হোয়াইকং বর্ডার পোস্ট এরিয়া পরিদর্শন করেন। দুপুরে তিনি নাইকংছড়ি সীমান্তের বাইশফাড়ি, তুমব্রু ও ঘুমধুম বর্ডার পোস্ট এরিয়া পরিদর্শন করেন।
এক সপ্তাহ ধরে নাইকংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষ এবং বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনীর হামলা, গোলাবর্ষণ, মর্টার শেল চলছে। সীমান্তের ওপারে বর্তমান মিয়ানমার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে বেশ কিছু সীমান্ত চৌকি ও বিশাল অঞ্চল দখলে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাত সংঘর্ষের মধ্যে বিজিবি মহাপরিচালকের এই সীমান্ত এলাকা পরিদর্শন।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন
বিজিবি মহাপরিচালক সীমান্তে কর্মরত বিজিবি সদস্যদের নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি এক সপ্তাহ ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতিও তিনি পর্যবেক্ষণ করেন।
বিজিবি সদস্যদের উদ্দেশে বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমারে চলমান সংঘাত-সংঘর্ষ তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় সজাগ থাকতে হবে।
মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সৈনিকদের সীমান্তে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনাও দেন।
এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন মহাপরিচালক। এ সময় তিনি সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সঙ্গে সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করাসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।