সশস্ত্র বাহিনী দিবসে কুমিল্লায় ৯৭৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
কুমিল্লা সেনানিবাসে ৯৭৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা হয়।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশন প্রধান ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মো. মাইনুর রহমান।
এরপর এরিয়া কমান্ডার উপস্থিত সবার স্বাগত ভাষণ দেন। শুরুতেই স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান বীর শহীদদের ও বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের। যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সব বীর শহীদদের প্রতি জানান বিনম্র শ্রদ্ধা। এ ছাড়া তিনি আগত সব মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহিমান্বিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরিয়া কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পাবর্ত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গি দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এরিয়া কমান্ডার আরও বলেন, সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম দিয়ে আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী ও আরও শক্তিশালী করতে বর্তমান সরকার সবসময় আন্তরিক।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগ, শহীদ পরিবারে সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত, ব্রাহ্মণবাড়িয়া সদরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মুকতাদির চৌধুরী, ফেনীর সংসদ সদস্য শিরিন শারমিন, নোয়াখালীর সংসদ সদস্য নিজাম হাজারী, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জামাল আবু নাছের, পুলিশ সুপার আব্দুল মান্নান।