ইয়াবা রাখার দায়ে দুজনের কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকার-৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। বিচারক রায়ে আসামিদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন। এ ছাড়া অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দিয়েছেন।
এ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কক্সবাজারের উখিয়া থানার ফৈজার বাপের পালং গ্রামের মো. আব্দুর রহিম (৫৬) ও বরিশালের গৌরনদী থানার উত্তর মাগুরা গ্রামের জালাল মৃধা। এ ছাড়া, মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন—খুলনার বটিয়াঘাটা উপজেলার নিজগ্রামের হাফেজ মো. মাহবুবুর রহমানের ছেলে আব্দুর রহমান ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরওয়া গ্রামের মৃত সালেহর পুত্র আ স ম ফয়সাল।
নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৫ জুন আসামি আব্দুর রহিম ও জালাল মৃধাকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আছমত আলী বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা করেন। মামলার পরে ২০১৬ সালের ৩১ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আদালত প্রতিবেদক