১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনের আখাউড়া-সিলেট সেকশনের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও রশিদপুরের মধ্যবর্তী লস্করপুর এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের দুটি বগি উদ্ধার করা হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের ফলে প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার আবুল মোয়াজ্জল হোসেন চৌধুরী জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করেছে। বগি উদ্ধার ও লাইন মেরামত সম্পন্ন হওয়ায় সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটির দুটি বগি লস্করপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল।
দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী উপবন ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল।