ট্রাকচাপায় প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
বরিশাল নগরীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালকও।
নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের বৌদ্ধপাড়া সড়কের মুখে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ।
নিহত তৌফিক রহমান শুভ শের-ই-বাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। বরিশালের বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, ‘অটোরিকশাটি নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। এটি সিঅ্যান্ডবি রোডের বৌদ্ধপাড়া সড়কের মুখে এলে বিপরীত দিক আসা ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়। দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। এতে মেডিকেল শিক্ষার্থী শুভ ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।’
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আকতার ফারুক শাহিন, বরিশাল