নাশকতার মামলায় বিএনপিনেতা হেলালসহ ২২ জনের কারাদণ্ড
রাজধানীর উত্তরা-পূর্ব থানার নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ২২ নেতাকর্মীকে দুই বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন।
বিচারক রায়ে বিএনপি নেতাকর্মীদের একটি ধারায় তিন মাসের কারাদণ্ড ও আরেকটি ধারায় দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া বিচারক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। অর্থ দিতে ব্যর্থ হলে আরও দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দিয়েছেন আদালত।
কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন—আব্দুস সালাম সরকার, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইমরান হোসেন, সৈয়দ ইমরান আহমেদ, মোহাম্মদ গোলাম মোস্তফা হৃদয়, আলাউদ্দিন, মনির হোসেন ভূঁইয়া, মোহাম্মদ খোকন মিয়া।
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বরে নাশকতার অভিযোগে রাজধানীর উত্তরা-পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। মামলার পরে পুলিশ তদন্ত শেষে ঢাকার সিএমএম আদালতে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণে ২২ জন আসামির নাম আসায় আদালত আসামিদের কারাদণ্ডের রায় দেন।

আদালত প্রতিবেদক