নাটোরে গ্যারেজে আগুন, মেয়রের জিপসহ ১১ যানবাহন ভস্মীভূত
নাটোরের সিংড়ায় গ্যারেজে অগ্নিকাণ্ডে পৌর মেয়রের জিপসহ ১১টি যানবাহন ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে আগুনের লেলিহান শিখা দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত জিপ, দুটি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও আটটি ইজিবাইক আগুনে পুড়ে গেছে।
সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুমন আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’