রাজধানীতে পেট্রল পাম্পে আগুন
রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, আজ রাত ৮টা ২ মিনিটের দিকে তারা আগুনের খবর পান। পরে সেখানে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।