ট্রেনে নাশকতা ঠেকাতে নামবে আনসার, ২৭০০ সদস্য চায় রেল মন্ত্রণালয়
হরতাল-অবরোধের সময় নাশকতা ঠেকাতে আনসার সদস্য মোতায়েন করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুই হাজার সাতশ আনসার সদস্য চাওয়া হয়েছে। বর্তমানে রেলের যে জনবল রয়েছে তা নিয়ে নাশকতা ঠেকানো কঠিন বলে এই সদস্য আনসার সদস্যদের চাওয়া হয়েছে। এমন সব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলভবনে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে রেলের যে জনবল রয়েছে তাদের নিয়ে নাশকতা ঠেকানো কঠিন। এ কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনসার সদস্য চাওয়া হয়েছে।
ঢাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা তদন্ত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ধরনের ঘটনার পেছনে সরকারবিরোধী আন্দোলনের যোগসূত্রতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনকারীরা আগে বাসে ট্রাকে আগুন দিত। এখন সেগুলো কিছুটা কমেছে। এখন রেলকেই আক্রমণের লক্ষ্য বানানো হয়েছে।
সরকারবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারের লোকেরা ট্রেনে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী। এ বিষয়ে রেলপথমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিএনপি যখনই কর্মসূচি দিচ্ছেন, তখনই এমন ঘটনা ঘটছে। বিএনপি করছে, রেল চলাচল বন্ধ করতে পারলে আমাদের কর্মসূচি সফল হবে।
মন্ত্রী বলেন, রেলে নাশকতাকারীরা ফৌজদারি অপরাধ করছে। একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিতেই পারে। কিন্তু রেলগাড়িতে আগুন দিয়ে ও রেল লাইন উপড়ে ফেল দিয়ে জনজীবন বিপর্যস্ত করতে দেওয়া হবে না।