জামায়াত নেতার পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপ ভ্যানটির (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) মালিক প্রতিদিনের মতো মহাসড়কের ডিভাইডারের পাশে পার্ক করে রেখেছেন। সোমবার ভোরে মোটরসাইকেল আরোহী দুজুন পেট্রোল ঢেলে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পিকআপের মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়।
আগুনের তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’
পিকআপ ভ্যানের মালিক চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াত নেতা ফজলুল হক মোল্লা বলেন, ‘ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’

মাহফুজ নান্টু, কুমিল্লা