নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী
আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ একটানা ক্ষমতায় আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে।
প্রধানমন্ত্রী আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এখান থেকে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনি প্রচারণা শুরু করেন। জনসভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা যখন দেশের দায়িত্ব নেন তখন এক টাকাও রিজার্ভ ছিল না। একটি ভঙ্গুর দেশের ভঙ্গুর অর্থনীতিকে তিনি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার বাবা, মা ও ভাইদের নৃশংসভাবে হত্যা করে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ নৌকা মার্কায় বারবার ভোট দেয় বলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমরা আজকে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পেরেছি।’
আল্লাহ যখন কাউকে কিছু দেয় তা বুঝেই দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার প্রস্তাব আনুযায়ী আমরা গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। বিএনপি এ প্রস্তাবে রাজি হওয়ায় তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়। এই বিএনপি এখন অগ্নিসন্ত্রাস করছে।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান কে? দুর্নীতির মামলার আসামি। এতিমের টাকা আত্মসাতকারী। আরেকজন লন্ডনে বসে অগ্নিসন্ত্রাসের নির্দেশ দিচ্ছে। এরা কি মানুষ? এদের কাছে মানবিকতা বলতে কিছু নেই।’
প্রধানমন্ত্রী তার সরকারের আমলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আমরা চাই দেশের একজন মানুষও যেনে ভূমিহীন না থাকে। আমরা শিক্ষার মানোন্নয়ন করেছি। আমাদের আমলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে।’