নির্বাচনের আগে সিপিডির প্রতিবেদন উদ্দেশ্যমূলক : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগমুহূর্তে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ব্যাংকের ঋণ নিয়ে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদন ত্রুটিপূর্ণ।
মন্ত্রী আজ রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
এর আগে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে প্রকাশিত ‘সংবাদপত্রে শেখ হাসিনার বক্তৃতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।
দেশের ব্যাংকগুলো থেকে এ সরকারের আমলে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে সিপিডির প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকগুলো কিছু মন্দ ঋণ দিয়েছে। এ বিষয়ে সবাই অবগত। পত্রপত্রিকায় এ বিষয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এগুলো নতুন কিছু নয়। কিন্তু নির্বাচনের আগে এসে সিপিডি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এটিকে গবেষণা প্রতিবেদন বলে চালিয়ে দিয়েছে। এতে তথ্যের অনেক ঘাটতি রয়েছে বলেও জানান মন্ত্রী।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দেশে উৎসবমুখর নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছ।