বছরের শেষ সূর্যাস্ত, সৈকতে নেই আশানুরূপ পর্যটক
পুরনো বছরকে বিদায়, নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছর কক্সবাজারে লাখ পর্যটকের সমাগম হয়। বছরের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় জমায় তারা। অথচ, এবার এবার নেই আশানুরূপ পর্যটক। সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক অস্থিরতা, থার্টিফার্স্ট নাইটে বিধিনিষেধসহ নানা কারণে কমেছে পর্যটক। তবে, পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কড়া রেখেছে ট্যুরিস্ট পুলিশ।
সরেজমিনে দেখা যায়, ২০২৩ সালকে বিদায়, ২০২৪ সালকে স্বাগত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে খুব একটা ভিড় নেই। লাখো পর্যটক আসবে বলে হোটেল, মোটেল, পযটন ও বিনোদন স্পটের মালিকেরা আশা করলেও অন্যবারের তুলনায় এবার অনেকটাই ফাঁকা।
যেসব পর্যটক থার্টিফার্স্ট নাইট উদযাপনে কক্সবাজার ভ্রমণে এসেছেন, তারা বলছেন নানা প্রতিকূলের কথা। সেসব কথায় আছে দেশীয় পরিস্থিতিও। এদিকে, কক্সবাজারে থার্টিফাস্ট নাইটে কোনো ধরণের আতশবাজি, ফটকাসহ সব ধরণের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এটিকেও পর্যটক কমার কারণ হিসেবে মনে করছেন অনেকে।
পর্যটকদের জন্য তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশে ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ টিম, থাকছে সাদা পোশাকের পুলিশ, সিসি ক্যামরা ও ড্রোন ক্যামরার ব্যবস্থা রয়েছে।