খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিচ্ছেন আ.লীগ নেতাকর্মীরা

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজ সোমবার রাজধানীর কলাবাগান মাঠের জনসভায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর ধানমণ্ডির কলাবাগান মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জনসভাস্থলে গিয়ে দেখা যায়, ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসছেন। বেলা ৩টার দিকে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। জনসভাস্থলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ টয়লেট ও পানির গাড়ি রাখা হয়েছে।