বিএনপি গভীর খাদে পড়ে গেছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফাউল খেলে রাজনীতির মাঠ থেকে বিএনপি আউট হয়ে গেছে। আগামী ৭ জানুয়ারির পর বিএনপিকে লালকার্ড দেখিয়ে একেবারে দেশ থেকে বের করে দিতে হবে। বিএনপি গভীর খাদে পড়ে গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ সোমবার (১ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডির কলাবাগান মাঠে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ও বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আমাদের খেলা হবে। আমাদের খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে। আমাদের এ খেলায় জিততে হবে। এই তারেকের আফগানিস্তান মার্কা রাজনীতি চিরজীবনের জন্য বন্ধ করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মঞ্চ থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসরা পালিয়ে গেছে। এখন বিএনপি নেতাদের অবস্থা হচ্ছে – ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’রে মতো অবস্থা।
ভোটের দিন দলের নেতাকর্মীদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রার্থীরা এমনিতেই জিতে যাবে- এটা মনে করে বাসাবাড়িতে ঘুমিয়ে থাকলে চলবে না। ভোটকেন্দ্রে সবাইকে আসতে হবে। ভোটারদের কেন্দ্রে আনতে হবে। এটাই আমাদের চ্যালেঞ্জ।

নিজস্ব প্রতিবেদক